আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে আকস্মিক বন্যায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ২০০ মানুষ । নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলে রবিবার বিবিসির খবরে জানানো হয়েছে।

বন্যায় অন্তত দুই হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন।

শুক্রবার মুষলধারে বৃষ্টিপাতের কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে বাগলান প্রদেশের গুজারগ-ই-নূর জেলায়। হঠাৎ করেই প্লাবিত হয় পাহাড়ি জনপদ বাগলানের চারটি গ্রাম। পথঘাট, সেতু ও কৃষি জমি তলিয়ে গেছে। প্রাণ হারিয়েছে অসংখ্য গবাদি পশু।

এদিকে, বন্যার্তদের সহায়তার জন্য যেসব বিমান পাঠানো হয়েছিল, শুকনো জায়গা না পাওয়ায় সেগুলো কোথাও অবতরণ করতে পারেনি।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)