স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে মৃত্যৃদণ্ডপ্রাপ্ত  জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ দ্রুত শুনানির দিন ধার্যের জন্য আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ এই আবেদন করেন।

গত ১৯ জুন ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন মীর কাসেম আলী।

মোট ৮৬ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১৪টি যুক্তি দেখিয়ে ফাঁসির দণ্ড থেকে খালাস চাওয়া হয়।

আর গত ৬ জুন মীর কাসেমের ২৪৪ পৃষ্ঠার ফাঁসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

(ওএস/এএস/জুন ২১, ২০১৬)