গোপালগঞ্জ প্রতিনিধি :টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজম্মলীগ কেন্দ্রীয়  কমিটি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কমিটির  সভাপতি আহম্মেদ সাইফুল রহমান ছোটনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমদ হোসেন মির্জা, মুক্তিযুদ্ধ প্রজম্মলীগের কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক হারুণ- আর- রশীদ,দপ্তর সম্পাদক কাজী আনিচুর রহমান আনিচ, মানবাধিকার সম্পাদক মোঃ লিয়াকত আলী, উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার,গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতিশেখ জামিল হোসেন, ঢাকা জেলার সভাপতি আরিফ খান, খুলনা জেলার সভাপতি মোঃ তুহিন ,মহানগরের সভাপতি মোঃ মনির হোসেন ও শরিয়তপুর জেলার সভাপতি সেলিম ঢালী ও গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়কমোহসিন উদ্দিন সিকদারসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


(পিএম/এস/জুন২১,২০১৬)