আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী গাড়ির ১১ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার রাতে পাটনা থেকে ২০০ কিলোমিটার দূরে বেট্টিয়াহ নামের রাজঘাট রেলপথের পাহারাহীন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তবে দুর্ঘটনায় বর গুরুতর আহত হলেও নববধূর কী অবস্থা সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে বরসহ বরযাত্রীরা একটি মাইক্রোবাসে ফিরছিলেন। বাসটিতে ১৪ জন যাত্রী ছিলেন। তারা একই পরিবারের সদস্য।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান চারজন। হাসপাতালে নেওয়ার পরে মারা যান গুরুতর আহত অপর সাতজন। নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে বরসহ গুরুতর আহত তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সূত্র : এনডিটিভি

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)