সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বাপ-বেটার মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে এ ঘটনা ঘটে। এতে বেটা শহীদুল ও তার স্ত্রীসহ ৪জন আহত হয়। পুলিশ ২ জনকে আটক করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার শৈলডুবি গ্রামের হাচান মাতুব্বারের দলে ছানোয়ার মেম্বার আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। যোগদানের পর গ্রামের উভয় দলের মধ্যে বৈরি মনোভাব তৈরি হয়। এরই সূত্র ধরে বিল্লাল ব্যাপারী ও তার পুত্র শহীদুল ব্যাপারীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের ভিতর লড়াই বাধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাপ বিল্লাল ব্যাপারী হাচান মাতুব্বারের দলের সমর্থক এবং বেটা শহীদুল ব্যাপারী মান্নান মোল্যার দলের সমর্থক বলে জানা গেছে। এ সংঘর্ষে শহীদুল ব্যাপারী ও তার স্ত্রী লাইলী বেগমসহ উভয় দলের ৪ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ ওহিদুজ্জামান বলেন, সংঘর্ষের সময় উভয় দলের ২ জনকে আটক করা হয়েছে।

(এএনএইচ/এএস/জুন ২১, ২০১৬)