ডেস্ক রিপোর্ট : ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো ওয়েস্টার্ন ইউনিয়ন ডাইরেক্ট টু ব্যাংক মানি ট্রান্সফার সার্ভিস শুরু হয়েছে।

এই নতুন সেবার মাধ্যমে প্রবাসীরা বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট লোকেশন থেকে দেশের বিইএফটিএনের সঙ্গে (বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক) যুক্ত ব্যাংক হিসাবে সরাসরি টাকা পাঠাতে পারবেন।

এ সেবাটি বর্তমানে মালয়েশিয়া থেকে পাওয়া যাচ্ছে। ক্রমান্বয়ে বিশ্বের অন্যান্য দেশ থেকেও এ সেবা পাওয়া যাবে বলে ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে । ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট এবং এমডি মোহাম্মদ মেহমুদ হুসেইন বলেন, `এ সেবার মাধ্যমে প্রবাসীরা খুব সহজে দেশে টাকা পাঠাতে পারবে এবং তার পরিবারের লোকজন সহজে, দ্রুত ও নিরাপদে টাকা উত্তোলন করতে পারবেন।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)