স্টাফ রিপোর্টার :জাসদের (ইনু-শিরিন) গ্রুপকে মশাল প্রতীক বরাদ্দের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে দলটির অপর অংশের (আম্বিয়া-নাজমুল) করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  আদালতের আদেশ প্রাপ্তির পর থেকে সময় গণনা শুরু হবে।

বুধবার পৌণে ১২টায় এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদউল্লাহর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ প্রধান নির্বাচন কমিশনারকে রিভিউ আবেদন নিষ্পত্তির এ নির্দেশ দেন।

উল্লেখ্য, ২৮ এপ্রিল জাসদের মশাল প্রতীক হাসানুল হক ইনু ও শিরিন আক্তারের নেতৃত্বাধীন অংশকে বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। পরবর্তীতে নির্বাচনে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করে দলটির অপর অংশ। কিন্তু দেড় মাসেও ওই রিভিউ পিটিশন নিষ্পত্তি না করায় নির্বাচনের কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন জাসদের অপর অংশের নেতৃত্ব দানকারী শরিফ নুরল হক আম্বিয়া ও নাজমুল হক প্রধান।

আবেদনের পক্ষে শুনানিতে ড. স্বাধীন মানিক বলেন, ‘নির্বাচন কমিশন কোনো ধরনের শুনানি না করেই মশাল প্রতীক ইনু-শিরিন গ্রুপকে বরাদ্দ দিয়েছে। কিন্তু তারা নৌকা প্রতীক নিয়ে গত নির্বাচনে অংশ নিয়েছে। আর রিট আবেদনকারীরা মশাল প্রতীক নিয়ে নির্বাচন করেছে। যে কারণে নির্বাচনের কমিশনের এ ধরনের সিদ্ধান্ত সঠিক বলে বিবেচিত হয়নি।’




(ওএস/এস/জুন২২,২০১৬)