অভিজিত রাহুল বেপারী : পিরোজপুর জেলার  স্বরূপকাঠি এলাকাটি জেলার প্রধানতম শিল্পসমৃদ্ধ এলাকা বলে খ্যাত। এখানে জাহাজ নির্মাণ শিল্প, ছোবড়া শিল্প, কাঠ শিল্প, নার্সারি শিল্প, কামার শিল্প, মৃৎ শিল্প, ক্রিকেট ব্যাট শিল্পের  সাথে উপজেলার হাজার হাজার লোক জড়িত।

শুধু এলাকার লোকই নন এসব শিল্পকে কেন্দ্র করে উপজেলার বাইরের বিভিন্ন এলাকারও বহু লোকের এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পিরোজপুর জেলা নদীমাতৃক হওয়ায় বাহন হিসেবে এক কালে এসব অঞ্চলে কাঠের তৈরি নৌকা ও ট্রলারের প্রচলন থাকলেও এখন ষ্টিলের তৈরি লঞ্চ, ট্রলার ও কার্গোর প্রচলন বৃদ্ধি পেয়েছে। আর তাই এসব নৌযান তৈরির লক্ষে উপজেলার স্বরূপকাঠি সদর, সুটিয়াকাঠি,তারাবুনিয়া, কালীবাড়ী, বরছাকাঠি, ডুবিরহাট ও বালিহারিতে ছোট বড় মিলিয়ে প্রায় ২৫ টি ডকইয়ার্ড গড়ে উঠেছে।

নানা প্রতিকূলতা সত্বেও সম্পূর্ণ বেসরকারিভাবে গড়ে ওঠা এসকল ডকইয়ার্ডে বিভিন্ন পেশায় প্রায় ৩ হাজার শ্রমিক কর্মরত আছেন। শুধু ডকইয়ার্ডেই নয় এ শিল্পকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাট বাজারে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, হার্ডওয়ার, রং ও মেশিনারী দোকান গড়ে ওঠেছে। সেখানেও বহু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথমে ছোট ছোট নৌযান তৈরি ও মেরামত করা হলেও বর্তমানে বড় বড় নৌযানও তৈরি হচ্ছে ডর্কইয়ার্ডগুলোতে।

এমনকি বর্তমানে এখান থেকে তৈরিকৃত কার্গো ঢাকা ও এর পাশ্ববর্তী কয়েকটি এলাকায় সরবরাহ করা হচ্ছে। জাহাজ নির্মাণের এ শিল্পের প্রসারতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের আরো আন্তরিক হওয়া বিশেষ করে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা , যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন লক্ষে সরকারি ও বেসরকারি উদ্যেক্তাদের আরো উদ্ধুদ্ধ করার জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করতে পারলে উদ্যোক্তারা যেমন এখানে শিল্প ও কলকারখানা স্থাপনের মাধ্যমে এলাকায় হাজার হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আর এর মাধ্যমে খুলে যেতে পারে অর্থনীতির অপার সম্ভাবনা ।

(এআরবি/এএস/জুন ২২, ২০১৬)