আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঈদের আগেই ঈদের পোশাক পেয়ে মহা খুশি বরিশাল বিভাগীয় বেবী হোমেরে আশ্রিত অনাথ শিশুরা। নতুন পোশাক পেয়ে ঈদের বাকা চাঁদের মতই এক টুকরো হাসির ঝিলিক দেখা দিয়েছে তাদের চোখে মুখে।

অনাথ ও প্রতিবন্ধি শিশুদের ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করে তাদের চোখে মুখে হাসি ফুটিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন।

মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবী হোম (ছোটমনি নিবাস) হল রুমে স্থানীয় এনজিও হোমল্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এইচডিও)’র পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল দাস গুপ্তর সভাপতিত্বে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন বেবী হোমের উপ-ত্বাবধায়ক আবুল কালাম আজাদ, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু, এনজিও পরিচালক কাজল দাসগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন বেবী হোম ও এনজিওর কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

পরে বেবী হোমে আশ্রিত প্রতিবন্ধি ও এতিম ১৭ জন ও বিভিন্ন এলাকায় ১১জনসহ মোট ২৮জন প্রতিবন্ধি শিশুদের মাঝে এক সেট করে ঈদের পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

(টিবি/এএস/জুন ২২, ২০১৬)