মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে আগুনে ১৬টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।

উপজেলার চরকামারকান্দি গ্রামে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবু সামাদ জানান, চরকামারকান্দি গ্রামের ঢালীবাড়ি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে তার দুটি ঘরসহ ইউনুস ঢালীর দুটি, সুলতান বেপারির দুটি, জালাল বেপারির দুটি, মোস্তফার দুটি, সামাদ বেপারির দুটি, রুস্তুম বেপারির দুটি, সেতারা বেগমের দুটি ও ফরহাদ ঢালীর দুটি বসতঘর পুড়ে গেছে। পরে শ্যালো মেশিনের সাহায্যে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, আগুনে ২৫টি ছাগল, তিন শতাধিক মুরগিসহ ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে কমপক্ষে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় কোনো মামলা হয়নি। কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)