স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে নারায়ণগঞ্জ ও ফেনীর মতো ঘটনা আরো ঘটবে।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

‘১৫ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি করার ষড়যন্ত্র হচ্ছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যর জবাবে ব্যরিস্টার রফিকুল বলেন, ‘গণতান্ত্রিক ও সকল রাজনৈতিক শক্তি একত্রিত না হলে ১৫ আগস্টের কথা বলবো না, তবে নারায়ণগঞ্জ ও ফেনীর মতো ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, ‘১৫ আগস্ট যা ঘটেছিল তা মর্মান্তিক ঘটনা। এটা কোনো সভ্য সমাজ চায় না। সৈয়দ আশরাফ দায়িত্বশীল পদে থেকে কেন এ কথা বললেন তা বোধগম্য নয়।’

‘অনির্বাচিত’ সরকার বাজেট দিয়েছে মন্তব্য করে বিএনপি এ নেতা বলেন, ‘এই বাজেট বাস্তবায়ন করতে হলে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় এ বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না।’ সেজন্য সকল দলের অংশগ্রহণে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে বলে দাবি করেন তিনি।

জিয়াউর রহমান গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন দাবি করে রফিকুল ইসলাম বলেন, তিনি (জিয়াউর রহমান) একটি তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে একটি সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন।

(ওএস/এইচআর/জুন ০৮, ২০১৪)