যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার মথুরাপুর-মানিকদিহি জামতলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে এ ঘটনায় ৩ জন নিহতের খবর পাওয়া যায়।

নিহত প্রাইভেটকার চালকের নাম জানা যায়নি। তবে অপর ৩ নিহত হলেন, তিরের হাট গ্রামের নিত্যপদ দাসের ছেলে চয়ন (১২), জয়া রানী সরকার (৫০) ও কেশবপুর উপজেলার চাচড়াইল গ্রামের রেজাউল করিম রাজু (৩৮)। এসময় আহত হয়েছেন নিহত চয়নের মা দিপিকা রাণী ও বাধন দাস (১৫)।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর সদর উপজেলার তীরের হাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক জানান, মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত প্রাইভেটকারের তিন যাত্রীর মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকার আরোহীরা শহর থেকে সদরের তিরের হাট গ্রামে যাচ্ছিল। এসময় জামতলা রেলক্রাসিং পার হওয়ার সময় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া চিত্রা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়।

রেলওয়ে যশোর ফাঁড়ির ইনর্চাজ ইদ্রিস আলী জানান, রেল ক্রসিংয়ের ওই গেটটি যাতায়াতকারীদের নিজ দায়িত্বে পার হওয়ার কথা।

(ওএস/এএস/জুন ২৩, ২০১৬)