চাটমোহর (পাবনা) প্রতিনিধি : চাটমোহর পৌর সদরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় অবস্থিত জনতা ব্যাংক লিমিটেডে শত শত বৃদ্ধ নারী পুরুষকে ঝুঁকি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে হচ্ছে।

ব্যাংকের সামনে দাড়ানোর মতো কোন জায়গা না থাকায় প্রায় শতবর্ষী মানুষগুলোকে ব্যাংকের ভেতর থেকে সামনের সড়কের উপর লাইন ধরে দাড়িয়ে রোদ বৃষ্টি যানবাহনের সাথে যুদ্ধ করে ভাতা’র টাকা উত্তোলন করতে দেখা গেছে। রাস্তায় সব সময় চলছে বাস, ট্রাক, লসিমন, করিমন, রিক্সা, অটোভ্যানসহ বিভিন্ন ধরণের যানবাহন। ফলে প্রায়শই ঘটছে ছোট বড় দূর্ঘটনাও। ভীড় এড়াতে ব্যাংকের গেট বন্ধ রাখা হয় অনেক সময়।

দ্বিতল ভবনে অবস্থিত ব্যাংকের ভেতর থেকে সিঁড়ি বেয়ে নিচে রাস্তায় লাইন দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে টাকা উত্তোলন করতে হয়। এক বৃদ্ধ বৃদ্ধাদের কষ্টের যেন শেষ নেই। তবুও শত কষ্ট জয় করেই ঈদকে সামনে রেখে কর্মহীন এসকল বয়স্ক মানুষের টাকা চাই।


(এসএইচএম/এএস/জুন ২৩, ২০১৬)