চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ও জমিনপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে এক কিশোরীসহ পাঁচজন নিহত হয়েছেন। এসময় আরো তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, দূর্লভপুর গ্রামের তাজেমুল হকের মেয়ে বুলি খাতুন (১৩), বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের কেতাব আলী জঞ্জালের ছেলে রফিকুল ইসলাম (৪০), মাদারীপুর থেকে তাবলিগ জামায়াতে আসা মাদারিপুর জেলার সিয়ামঘাট এলাকার কানাইনাড়ী গ্রামের আব্দুল হাকিম (৫০), ভুরগ্রামের হারুন খান (৭০) ও তালেব আলী সরদার (৭৫)।

আহতরা হলেন, জমিনপুরের রকি এবং দূর্লভপুরের পিয়ারা বেগম ও তার মেয়ে সেবা খাতুন।

আহত পিয়ারা বেগম ও সেবাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং রকিকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ওই সময় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে বুলি খাতুন নিহত হয়।

এদিকে তাবলিগ জামায়াতের কয়েকজন মুসল্লি বাজারে ইফতার সামগ্রী কিনে ফেরার সময় বৃষ্টি শুরু হলে একটি বাড়ির চালায় আশ্রয় নেন তারা। এসময় ওই চালার উপর বজ্রপাত হলে রফিকুলসহ মাদারিপুর থেকে তাবলিগ জামায়াতে আসা তিনজন মুসল্লি­ ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও ৩ জন আহত হন।

(ওএস/এএস/জুন ২৪, ২০১৬)