যশোর প্রতিনিধি : জাতীয় বাজেটে বিড়ির উপর আরোপিত কর সম্পূর্ণ প্রত্যাহারসহ তিনদফা দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোরের বিড়ি শ্রমিকরা।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কের নাভারণে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে।

এসময় সেখানে বক্তব্য রাখেন, বিড়ি শ্রমিক ফেডারেশন যশোর জেলা কমিটির সভাপতি ফজলুর রহমান ও যুগ্ম সম্পাদক জামাল হোসেন।

নেতৃবৃন্দ তিনদফা দাবি তুলে ধরে বলেন, বিড়ির উপর আরোপিত ষড়যন্ত্রমূলক কর সম্পূর্ণ প্রত্যাহার করে সামঞ্জস্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক শুল্কায়ন করতে হবে, সিগারেটের চতুর্থ স্লাব তুলে দিয়ে দশ শলাকার প্যাকেটের মূল্য কমপক্ষে ৪০ টাকা করতে হবে এবং বিড়ির উপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল করতে হবে।

সড়ক অবরোধের আগে কয়েকশ’ শ্রমিক মহাসড়কে মানববন্ধন ও পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)