রাজশাহী প্রতিনিধি :রাজশাহী নগরীর রাজপাড়া থানার লিলি সিনেমা হল এলাকায় র‌্যাবের গাড়ি উল্টে গিয়ে দুই এএসআইসহ অন্তত সাত সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে এএসআই আনিসুর রহমানের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আরো ছয়জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন এএসআই বিমল চন্দ্র, কনস্টেবল ও গাড়িচালক ওবায়দুল্লাহ এবং কনস্টেবল সাইফুল। অন্য তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নগরীর রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রামেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া আরো অন্তত তিনজনের অবস্থা গুরুতর।

আহতরা জানান, র‌্যাবের একটি টহলদল নাটোর থেকে রাজশাহী ৫ সদর দপ্তরে ফিরছিলেন। এ সময় নগরীর লিলি সিনেমা হলের সামনে তাদের বহনকৃত পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত সাতজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।



(ওএস/এস/জুন২৫,২০১৬)