সোনাগাজী(ফেনী)প্রতিনিধি :  ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাসুদ ওরফে গাব্বা মাসুদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল  শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদের বাড়ি উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নে। তিনি যুবদল কর্মী বলে একটি সূত্র জানিয়েছে। র‌্যাবের দাবি, মাসুদ একজন ডাকাতদলের সদস্য। ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাসুদ নিহত হয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে দুটি এলজি, দুটি পিস্তল, চারটি রামদা উদ্ধার করা হয়েছে বলে আরো দাবি করে র‍্যাব।

র‌্যাব ৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত আহমেদ ফাহিম জানান, ডাকাতির খবর পেয়ে র‌্যাবের একটি টহলদল চর ছান্দিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন এনাম ড্রাইভারের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত মাসুদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।





(ওএস/এস/জুন২৫,২০১৬)