বান্দরবান প্রতিনিধি :বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে গাছের চারা, ডেউটিন ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনী মে হ্লা প্রু মারমা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিভাগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মারমা।

অন্যান্যের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আলতাফ হোসেন, জেলা পরিষদের সদস্য মোজ্জাম্মেল হক বাহাদুর, জুয়েল বম, সিং ইয়ং ম্রো, মহিলা আওয়ামীলীগ নেত্রী উ মে নু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মে হ্লা প্রু বলেন, গাছ মানুষের বড় সম্পদ। যে সম্পদ মানুষকে শুধু দিতে পারে। তাই পরিবারের একজন সদস্যের মতো গাছের যত্ন নিতে হবে। এ ব্যাপারে তিনি কৃষি বিভাগকে আরো দায়িত্বশীল হয়ে কৃষকদের সাথে সমন্বয় করে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, কৃষি বিভাগের লোকজন কৃষকদের সহায়তা করলে কৃষকরা আরো বেশী করে স্বাবলম্বী হবে।

অনুষ্ঠানে ২৬ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা, ৫ পরিবারের মাঝে ডেউটিন এবং বেশ কয়েকটি সোলার প্যানেল বিতরণ করা হয়।





(এএফবি/এস/জুন২৫,২০১৬)