বরিশাল প্রতিনিধি : দাবিকৃত দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা মৌলভীবাজারের একটি দোকান ঘর ভাংচুর করে লুটপাট করে নিয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালীরা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দুপুরে উত্তর শিহিপাশা গ্রামের হাসমত আলী হাওলাদারের পুত্র ব্যবসায়ী বেল্লাল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রাংতা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মনির সিকদার, জুয়েল ও মনির হাওলাদার অতিসম্প্রতি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসীরা থানার কতিপয় পুলিশ সদস্যকে ম্যানেজ করে বুধবার সকালে তাকে (বেল্লাল) কৌশলে থানায় ডেকে নিয়ে বিভিন্ন অজুহাতে দুপুর পর্যন্ত থানায় বসিয়ে রাখেন। এ সুযোগে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৌলভীবাজারের তার (বেল্লাল) দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করে নিয়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নানা তালবাহানা শুরু করে। পরবর্তীতে উপায়ন্তু না পেয়ে অসহায় বেল্লাল বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে উল্লেখিত সন্ত্রাসীদের আসামি করে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে সন্ত্রাসীরা মামলা প্রত্যাহারের জন্য বেল্লাল হোসেনকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদান করেন।

(টিবি/পি/জুন ২৫, ২০১৬)