বরিশাল প্রতিনিধি : বিরোধপূর্ণ জায়গার দখলকে কেন্দ্র বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্যর নেতৃত্বে প্রতিপক্ষের মহিলাসহ লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে ৮জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম ও অন্যদের উপজেলা হাসাপতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আ.ওহাব সরদারের ছেলে ছিদ্দিক সরদার প্রায় দুই বছর পূর্বে পশ্ববর্তি বাড়ির ইয়াকুব আলী কাজীর কাছ থেকে বাড়ির ৫ শতক জায়গা ক্রয় করেন।


একই বাড়ির সাহেব আলী সরদারের ছেলে মোসলেম সরদার ওই জায়গা তার দাবি করে শনিবার সকালে দখল করতে যায়। এই সময় ইউপি সদস্য রিপন সরদারের নেতৃত্বে মোসলেম সরদার, সোহরাব সরদার গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হামলা চালিয়ে দিয়ে আবু তালেব, আবু বকর, ছিদ্দিক সরদার, রাহাতুন বেগম, সোহেদা বেগম, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন ঘরামীসহ ৮ জন আহত সংঘর্ষে আহত হয়েছে। গুরুতর আহত আবু তালেব সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে অন্য আহতদরে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আবু বকর সরদার বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেছে(নং-১০,২৫.৬.১৬)।

(টিবি/পি/জুন ২৫, ২০১৬)