শেখ আহ্সানুর করিম, বাগেরহাট :বাহেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে নির্বাচন পরবর্তি সহিংসতায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত যুবলীগ কর্মী হাফিজ সরদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার দুপুরে আদালতে হাজির হয়ে নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান মহাসিন আলী ওই মামলায় জামিন আবেদন করলে আদালতের বিচারক আসিফ আকবর তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ জুন নির্বাচন পরবর্তি সহিংসতায় নলধা-মৌভোগ ইউনিয়নের আরুয়াডাঙ্গা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজ সরদার (২৫) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায় হাফিজের পিতা আতিয়ার সরদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান কাজী মো. মহাসিন আলীকে প্রধান আসামী করে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

(এসএকে/এস/জুন২৬,২০১৬)