চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে কয়েদিকে হত্যার অভিযোগে কারাগারের সুপার মো. ছগির মিয়া ও জেলার নেছার আলমসহ নয়জনের নামে মামলা করা হয়েছে।

রবিবার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে নিহত কয়েদি জাকির হোসেনের ছোট ভাই ইয়াকুব কায়সার মামলাটি করেন।

বাকি আসামিরা হলেন কারাগারের সুবেদার আঞ্জু মিয়া ও হুমায়ুন কবীর, প্রধান কারারক্ষী মো. হাসান ও আবদুর রশীদ, কারারক্ষী আলমগীর ও জিয়াবুল ইসলাম এবং হাসপাতালের চিকিত্সক মোস্তাফিজুর রহমান।

আদালত অভিযোগ আমলে নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

এসব তথ্য নিশ্চত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউসন) মুহাম্মদ রেজাউল মাসুদ।

উল্লখ্য, গত ৩ জুন রাত ৮টার দিকে চট্টগ্রাম কারাগারে জাকির হোসেন নামে এক কয়েদির মৃত্যু হয়। কারাগার কর্তৃপক্ষ বিষয়টিকে আত্মহত্যা বলে জানান। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)