মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর গ্রামের দারোগাপাড়ায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্যসহ মিজানুর রহমান নামের এক চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক মিজানুর রহমান একই গ্রামের মৃত আজগর আলীর ছেলে। রবিবার ভোরে মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন।

ডিবির ওসি জামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশিপুর দারোগাপাড়া গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৬৯ টি প্যান্টের কাপড়ের থান, ১৮টি থ্রি-পিসের থান, ২টি লেহেঙ্গা, ২৪টি টি-শাট, ৪০ জোড়া ইমিটেশনের হাতের বালা, ১৬ টি সুতার কন্ঠহার, ১১টি ব্যাসলেট, ৪৮ টি ইমেটিশন চেইন, ১০ জোড়া কানের রিং, ১৫টি গলার হার, ১৩৪০ পাতা টিপ, ৩৮৫ জোড়া কানের দুল, ৫৮০টি চুড়ি জব্দ করে মিজানুর রহমানকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়।

মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম বলেন, জব্দকৃত ভারতীয় মালামালের বাজার মূল্য ৫ লাখ টাকা হবে। আটক চোরাকারবারী মিজানুর রহমানকে জিঙ্গাসাবাদের পর আদালতে নেওয়া হয়েছে।



(এমআইএম/এস/জুন২৬,২০১৬)