টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে শনিবার দিবাগত ভোর রাতে বাস-ট্রাকের সংর্ঘষে আলমগীর নামের এক আম ব্যবসায়ীর ১জনের মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি আম বোঝাই ট্রাক শনিবার দিবাগত ভোর রাত ৩টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লার কামাক্ষা মোড় নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আলমগীর নামের এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে নিহতের বাড়ি চাপাইনবাগঞ্জ বলে জানা গেছে।

এদিকে একই স্থানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি ট্রাক অপর একটি অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে কালিহাতী উপজেলার সল্লা গ্রামের আল আমীন ও হরি চঁন্দ্র নামের ২জনের মৃত্যু হয়।

(এমএসইউ/পি/জুন ২৬, ২০১৬)