কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘন্টা পর পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের খাজুরা সংলগ্ন সাগর মোহনা থেকে শিশু হামিম জমাদ্দারের (৫) লাশ উদ্ধার হয়েছে। সোমবার লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে মহীপুর থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে। নিহত শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত হামিম কলাপাড়ার পশ্চিম খাজুরা গ্রামের ভ্যান চালক মন্নান জমাদ্দারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে খাজুরা গ্রামের শিশুদের সাথে সৈকতে খেলতে গিয়ে স্রোতের টানে হামিম সাগরে ভেসে যায়। তাৎক্ষনিক স্থানীয় জেলেসহ গ্রামবাসীরা সাগরের বিভিন্ন মোহনায় শিশুটিকে খোঁজ করলেও তার সন্ধান পায়নি।

মহীপুর থানার এসআই হাফিজ সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাগর মোহনা থেকে শিশু হামিমের লাশ উদ্ধার করেণ। তাদের ধারণা জোয়ারের পানির ঢেউয়ের তোড়ে কুয়াকাটা সৈকতের ভাঙ্গন ঠেকাতে ফেলা ব্লকে ধাক্কা লেগে শিশুটির মাথায় আঘাত লাগতে পারে। নিহত শিশুর লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

(এমকেআর/এএস/জুন ২৭, ২০১৬)