আন্তর্জাতিক ডেস্ক : মিসরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির প্রাক্তন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি।

মিসরের সর্বোচ্চ সাংবিধানিক আদালতে শপথ নিয়েছেন তিনি। এ উপলক্ষে রাজধানী কায়রোজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে সিসির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানী কায়রোয় জরুরি অবস্থা জারি করে কায়রো প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ।

গত ২৬ থেকে ২৮ মে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেন সিসি। তিনি ৯৬ দশমিক ৯ শতাংশ ভোট পান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামদিন সাবাহি পান মাত্র ৩ শতাংশ ভোট।

সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড প্রহসন আখ্যা দিয়ে এ নির্বাচন বর্জন করে।

গত বছরের জুলাইয়ে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করেন ফিল্ড মার্শাল সিসি।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)