স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, ‘বেসিক ব্যাংক নিয়ে যা হচ্ছে, তা ব্যাংকিং নামে চালানোর কোনো সুযোগ নেই। এটি ব্যাংক ডাকাতি।’

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আজ রোববার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সমুন্নয়ের এক পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন খোন্দকার ইব্রাহিম খালেদ।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এ পর্যালোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুন্নয়ের প্রকল্প সমন্বয়কারী দিলরুবা ইয়াসমীন চৌধুরী।
অনিয়মের জন্য বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বরখাস্ত করা হলেও চেয়ারম্যানকে কেন ধরা হচ্ছে না—সে বিষয়ে প্রশ্ন রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)