বাগেরহাট প্রতিনিধি :মংলা বন্দর দিয়ে আমদানীকৃত বিভিন্ন মডেলের ২শ’টি রিকন্ডিশন গাড়ী ও ৫০টি কন্টেইনার বিভিন্ন ধরণের পণ্যের নিলাম দিযেছে মংলা কাস্টম হাউস। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মংলা, খুলনা, ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, যশোর ও বেনাপোল কাস্টম হাউসে গাড়ী ও কন্টেইনার পণ্যের নিলামের দরপত্র জমা নেয়া হয়েছে।

আজ বুধবার মংলা কাস্টম হাউসে নিলামে অংশগ্রহণকারীদের দরপত্র খোলা হবে। নিলাম ডাকা ২শ’ গাড়ীর মধ্যে রয়েছে কার, মাইক্রোবাস, জীপ, কাভার্টভ্যান ও ট্রাক। আমদানীকারকরা এসব রিকন্ডিশন বিদেশ থেকে এনে রাজস্ব পরিশোধ না করে বছরের পর বছর ধরে বন্দরের ইয়ার্ডে ফেলে রাখে। গাড়ী এছাড়া ৫০টি কন্টেইনার বোঝাই পণ্যের মধ্যে রয়েছে সুপারি, ব্যাটারী ও লাইটসহ অন্যান্য মালামাল।

কাস্টমসের নিয়োগকৃত নিলামকারী প্রতিষ্ঠান এক্্রপো ট্রেডার্স’র খুলনার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন জানান, মংলা বন্দর দিয়ে আমদানী নিষিদ্ধ গাড়ী আনা, আমদানীকৃত গাড়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না করা এবং দীর্ঘদিনের শুল্ক জটিলতা দূর করে সরকারের রাজস্ব আদায়ের জন্যই কাস্টমস কর্তৃপক্ষ এ সকল গাড়ী নিলামে দেয়ার সিদ্ধান্ত নেয়। গাড়ী আমদানীর পর তা খালাসের জন্য নির্ধারিত সময় থাকলেও আমদানিকারকরা বিভিন্ন অজুহাতে বছরের পর বছর ধরে এসব গাড়ি খালাস করে নেয়নি। তাই কাস্টমস আইন অনুযায়ী এসব গাড়ি নিলামে তোলা হয়েছে। এর আগে একই ভাবে গত ২৬ এপ্রিল ৩শ’ ৪৪টি এবং ২৫ মে ৩শ’ ১৯টি গাড়ি নিলামে দেয় মংলা কাস্টম কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, নানা অজুহাতে দীর্ঘদিনে ছাড় না করিয়ে নেয়া ৫০টি কন্টেইনার বিভিন্ন ধরণের আমদানী পণ্যের নিলামও দেয়া হচ্ছে আজ একই সাথে।

(এসএকে/এস/জুন২৮,২০১৬)