চাটমোহর(পাবনা) প্রতিনিধি : সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে ছোট শহর চাটমোহরের ঈদ বাজার। পোশাক, জুতা, কসমেটিকস, ইমিটেশন গহনা, জুয়েলারী সর্বত্রই ক্রেতাদের ভিড়। রকমারী পোশাক কিনতে শহরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নারী ক্রেতাদের পদচারণাই রয়েছে বেশি। মঙ্গলবার বিভিন্ন মার্কেট ঘুরে এ দৃশ্যে দেখা যায়।

এদিকে থানার সীমানা প্রাচীর ঘেঁষা ফুটপাতের দোকানেগুলোতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের ভিড়। এখানে অভিজাত মার্কেটের মতো নিভিন্ন নামের পোশাক পাওয়া না গেলেও মান সম্পন্ন পোশাক রয়েছে। শিশুদের হরেক রকম পোশাকের সমাহার ফুটপাতের দোকানে। দোলং থেকে আসা গৃহবধূ আরজিনা খাতুন জানালেন, 'সাধ্যের মধ্যি মেয়ের জামা কিনার জন্যি এই দোকানে আইছি।’ ভ্যানচালন আমির আলীও মেয়ের জামা কেনার জন্য থানা প্রাচীর ঘেঁষা এই সকল দোকানে এসেছেন। প্রচুর ভিড় ছিল ফুটপাতের দোকানগুলোতে। জুতার দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। জেএস শপিং কমপ্লেক্স, মির্জা মার্কেট, রফিক মার্কেট, নতুন বাজার সরদার মার্কেটসহ গার্মেন্টস দোকানগুলোতে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। ঈদ যতোই ঘনিয়ে আসছে, ক্রেতার ভিড় ততোই বাড়ছে বলে ব্যবসায়ীরা জানান। পছন্দের পোশাক, প্রসাধনী, জুতা-স্যান্ডেল কিনতে যুবক-যুবতী, কিশোর-কিশোরী, গৃহবধূ ও শিশুরা ব্যস্ত হয়ে পড়েছেন।

(এসএইচএম/পি/জুন ২৮, ২০১৬)