পিরোজপুর প্রতিনিধি : জেলার নাজিরপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত শারমিন আক্তার (২১) উপজেলার ভাইজোড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

নাজিরপুর থানা সূত্রে জানা গেছে, গত রাতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শারমিন। পরে খবর পেয়ে নাজিরপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে মৃতের ভাই আনিসুর রহমান খান অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, বিয়ের পর থেকেই আলমগীর তাদের কাছে এক লক্ষ টাকা যৌতুক দাবি করছিলো। যৌতুকের টাকা না দেওয়ায় তার বোনকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন মল্লিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধু শারমিন আত্মহত্যা করেছে। এছাড়া মৃতের শরীরে কোন আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার পর মৃতের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

(এআরবি/পি/জুন ২৮, ২০১৬)