ইবি প্রতিনিধি : দীর্ঘ ১৫ দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে রবিবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খুলেছে। রবিবার সকালে আবাসিক হলসমুহ খুলে দেয়া হয়েছে।

আগামীকাল সোমবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় সূত্রে, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ১৫ দিনের ছুটি শেষে আজ রবিবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হয়। হল খুলে দেয়ায় শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছে। একাডেমিক অফিস সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার থেকে যথারীতি সকল বিভাগের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

এছাড়া রবিবার থেকে হল খুলে দেয়া হলেও গতকাল শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শেষে ক্লাস-পরীক্ষা শুরু হওয়ার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে। এর ফলে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)