নওগাঁ প্রতিনিধি : বুধবার নওগাঁর সাপাহারে বিশ্ব জনসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বে-সরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, (বিডিও) বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও), এবং এ্যাকশন এইড বাংলাদেশ যৌথভাবে বিশাল এক র‌্যালী, পোষ্টকার্ড ক্যাম্পেইন ও আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সকালে জনসেবায় সচেতনতামূলক র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে ইউএনওর সভা কক্ষে এনজিও পরিচালক আকতার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল হক, সমাজ সেবা অফিসার মোঃ রেজওয়ানুল হক, মৎস্য কর্মকর্তা মোসাঃ শাম্মী শিরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সোলায়মান আলী প্রমুখ। পরে পোষ্টকার্ড ক্যাম্পেইনের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর বিভিন্ন দাবী দাওয়া পাঠানো হয়।

(বিএম/পি/জুন ২৯, ২০১৬)