আন্তর্জাতিক ডেস্ক : উল্টো পথে হেঁটে তার সময় কাটল ২৫টি বছর! তিনি আর সবার মতো নন- একদম আলাদা। এ জন্যই বোধহয় উল্টোভাবে হেঁটে চলেছেন বছরের পর বছর।

বলছিলাম ভারতের তামিলনাড়–র তিরপুরের বাসিন্দা মণি মণিথনের কথা।

সোজাপথে তো সবাই হাঁটতে পারে, কিন্তু উল্টোপথে কজন পারে বলুন! কিন্তু মনি পেরেছে। একদিন দু’দিন নয়, দীর্ঘ ২৫ বছর ধরে উল্টো হেঁটে চলেছেন তিনি। এভাবে চলতে চলতে এখন স্বাভাবিক হাঁটা তার আসে না। অথচ একসময় তিনি সোজাভাবেই চলাফেরা করতেন।

কিন্তু কেন এই উল্টো হাঁটা? না, কোনো রেকর্ড-ফেকর্ডের লোভে নয়। বরং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার দাবিতে ১৯৮৯ সালে মনি এমন অদ্ভূত সিদ্ধান্ত নেন। আর তারপর থেকেই চলছে তার এই উল্টোযাত্রা।

মনির জন্মগত কোনো প্রতিবন্ধকতা কিন্তু নেই। নিজের ইচ্ছেতেই এই চলাফেরা। আর ধীরে ধীরে নিজের অজান্তে এটিই স্বাভাবিক হয়ে গেছে। এখন চাইলেও আর সোজাপথে হাঁটতে পারেন না, ভুলে গেছেন।

তবে এতে যে খুব একটা অসুবিধা হয় তার, তা কিন্তু নয়। তিনি দিব্যি উল্টোপথ ধরেই হেঁটে বেড়াচ্ছেন। এখন সোজা পথে চলতে চাইলে তাকে আবার নতুন করে হাঁটা শিখতে হবে!

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)