ফেনী প্রতিনিধি : ফেনীতে ১ হাজার পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার রাত ৪টার দিকে ফেনী-রিলেনীয়া সড়কের ফুলগাজী উপজেলার কালিরহাট ইটভাটার সামনের একটি ট্রাক থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।

ফেনীর জায়লস্কর ৪ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন সূত্র জানায়, রাতে মধুগ্রাম সীমান্ত চৌকির বিজিবি সদস্যদের একটি টহল দল কালিরহাট ইটভাটার সামনে অবস্থান নেয়। এ সময় ফুলগাজীর দিক থেকে একটি ট্রাক ফেনীর দিকে যেতে বিজিবি সদস্যরা সেটাকে থামানোর সংকেত দেয়। এ সময় ট্রাক ফেলে চালকসহ ৩-৪ জন দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ৯৫৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি উদ্ধার করে। এসময় ট্রাকটি জব্দ করা হয়। শাড়িগুলির আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ টাকা।

৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম ইফতেখার জানান, শাড়িগুলি যথাযথ প্রক্রিয়ায় ফেনীর শুল্ক গুদামে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

(ওএস/এএস/জুন ৩০, ২০১৬)