পাবনা প্রতিনিধি : চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট-বিড়ির শুল্ক বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাবনার বিড়ি শ্রমিকরা।

রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে বিড়ি শিল্পের সাথে সম্পৃক্ত শ্রমিকরা জানান, স্বল্প দামি সিগারেটে বাজার ছয়লাব হওয়ায় বিড়ি শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। অথচ প্রস্তাবিত বাজেটে সিগারেটে নামমাত্র শুল্ক নির্ধারণ করে বিড়িতে শুল্ক নির্ধারন করা হয়েছে এর দ্বিগুন। এতে লাভবান হচ্ছেন সিগারেট কোম্পানীগুলো। আর নিঃস্ব হচ্ছে বিড়ি শিল্প।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)