রংপুর প্রতিনিধি : রংপুরে ট্রাকচালক ও হেলপারকে হত্যার অভিযোগে ১০ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত -২ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এ রায় দেয়। রায় ঘোষণার সময় ৩ আসামি উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নজরুল ইসলাম, চান্দু মৃধা, বাবুল হোসেন, ওয়াহেদুল ইসলাম, শাহিন মিয়া, আবুল বাসার, জসিম উদ্দিন, মানি মৃধা, শহিদুল ইসলাম, ও ছোবাগান সিকদার। রায় ঘোষণার সময় আসামি মানিক মৃধা, আবুল বাশার ও জসিম আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৮ মার্চ রাতে বদরগঞ্জ থেকে ট্রাকে করে ২০৫ বস্তা চাল নিয়ে রংপুর আসার পথে বারাতি ব্রিজ নামক স্থানে এলে একদল ডাকাত বেরিক্যাড দিয়ে পথ রোধ করে । এ সময় ডাকাত দল চাল ভর্তি ট্রাকের ড্রাইভার পরেশ কুমার ও হেলপার মনোরঞ্জনকে হত্যা করে চালের ট্রাকটি ছিনতাই করে। পরে স্থানীয় জনতা ও পুলিশ ধাওয়া করে বদরগঞ্জ- রংপুর মহাসড়কের রামপুরার কাছে আবুল বাসার, মানিক মৃধা, ও জসিম উদ্দিন নামে ৩ ডাকাতকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় পর দিনই বদরগঞ্জ থানায় চালের মালিক সন্তোষ কুমার রায় হত্যা মামলা দায়ের করেন।

(ওএস/এএস/জুন ৩০, ২০১৬)