বাগেরহাট প্রতিনিধি : আগামী ২০১৪-২০১৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়ানোর প্রতিবাদে বাগেরহাটে বিড়ি শ্রমিকরা মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছে।

বাগেরহাটের মোল্লাহাটের আজিক বিড়ি ফ্যাক্টরীর কয়েকশত শ্রমিক রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করে।
আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে সরকার সিগারেটের ওপর নাম মাত্র শুল্ক বাড়িয়েছে । এর ফলে বিড়ি শিল্পকে ধ্বংস করতে বিড়ি ওপর দ্বিগুন হারে শুল্ক বাড়িছে। বিড়ি শিল্প বন্ধ হলে এর সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে।
মোল্লাহাটের আকিজ বিড়ি ফ্যাক্টরীর কয়েক হাজার শ্রমিক ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বিড়ি শ্রমিক দীন ইসলাম, সরফরাজ আলী, মো. ইকবাল হোসেন, মো. আমীর আলী ও ইউনুচ মোল্যা।

(একে/এএস/জুন ০৮, ২০১৪)