গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬১ তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে কৃষক-ক্ষেতমজুর-আদিবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেছেন, সাঁওতাল বিদ্রোহী দিবস পালন শুধু সাঁওতালদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নয়। তার ভূমির অধিকার, তার জীবনের অধিকার তার নারীর সম্ভ্রমের অধিকার এবং তার জীবন ধারণের জন্য মর্যদার অধিকার।

এই অধিকারের ভিত্তি হিসেবে তিনি সাহেবগঞ্জ ইক্ষু খামারের দখল করা জমি প্রকৃত মালিকদের মাঝে ফেরত দেয়ার দাবি জানান। বেলা ৩ টায় গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাঁটামোড়ে জাতীয় আদিবাসী ফেডারেশন ও পারগনা পরিষদ আয়োজিত সমাবেশে অন্যান্যের মধে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্র সরেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা দিপায়ন খিসা, আদিবাসী নারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসন্তী মুরমু, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতি ভূষন মাহাতো, বাসদ কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন মুকুল, রংপুরের কৃষক নেতা অশোক কুমার সরকার, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেম্ব্রম, সাহেবগঞ্জ ইক্ষু খামার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহ জাহান আলীসহ অন্যরা। সমাবেশে সভাপতিত্ব করেন ফিলিমন বাস্কি।

(এসডি/পি/জুন ৩০, ২০১৬)