গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরভবন এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে দিগন্ত পরিবহন ও হানিফ পরিবহন নামে দূরপাল্লার যাত্রীবোঝাই দু’টি নৈশকোচের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় হানিফ পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় দিগন্ত পরিবহনের বাসচালক আব্দুল আলিম হাওলাদার (৪০) ও অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী (৩২) নিহত হন। পাশাপাশি আহত হন উভয় বাসের অন্তত ২০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দশ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এক জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নিহত বাসচালক আলিমের বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি নৈশকোচের সঙ্গে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহন নামের অপর একটি নৈশকোচের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।
(জিসিপি/এএস/জুন ০৮, ২০১৪)