আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :বরিশালের আগৈলঝাড়ায় জামিনে বেরিয়ে ইউপি সদস্য রিপন সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে সংরক্ষিত সদস্যার স্বামীসহ ৩জনকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাংতা গ্রামের অতি সম্প্রতি জায়গার দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনায় ইউপি সদস্য রিপনকে প্রধান আসামী করে মামলায় করলে রিপন বিজ্ঞ আদালতে আত্ম সমর্পন করলে আদালত তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। বৃহস্পতিবার রিপন জামিনে মুক্ত হয়ে রাত ৯টার দিকে রাংতা বাজারে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা নাজনীন বেগমকে ধাওয়া করে তাকে না পেয়ে তার স্বামী মিজান হাওলাদারকে মারধর করে। এসময় তারা মাহাবুব হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে তাকেও মারধর করে রিপন ও সহযোগীরা। গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিলা ইউপি সদস্যার পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


(টিবি/এস/জুলাই০১,২০১৬)