মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ধর্ষণ শেষে আখি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী হত্যার প্রধান আসামী মানিউর রহমানকে (২২) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আটক মানিউর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রীভাগী গ্রামের আব্দুল জলিল খানের ছেলে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল রবিবার সকালে পুলিশ সুপারে কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় স্কুুল ছাত্রী আখি হত্যার বিররণ তুলে ধরেন।
তিনি জানান, সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড় গ্রামের বদরুন্নেছা আখি আক্তারের সাথে একই এলাকার মানিউর রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ১২ মার্চ রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে পাশের একটি পুকুর পাড়ে মানিউর ও তার দুই সহযোগি পালাক্রমে ধর্ষণ করে আখিকে হত্যা করে। এরপর তারা ঐ পুকুরে আখির মৃতদেহ রেখে পালিয়ে যায়। ঘটনার তিনদিন পর ১৫ মার্চ আখির লাশ পুকুরে ভেসে উঠে।
এই ঘটনায় আখির বড় ভাই মাদারীপুর সদর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন। অবশেষে প্রায় ৩ মাস পর মোবাইলের ট্রাকিং-এর মাধ্যমে মানিউরকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে শনিবার বিকেলে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে মত বিনিময় সভার পর মানিউরকে আদালতে পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক প্রমুখ।
(এএসএ/এএস/জুন ০৮, ২০১৪)