আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সম্প্রতি সময়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রোয়ানোর আঘাতে বরিশালের আগৈলঝাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্য সহায়তা দিয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।

২৯ জুন বরিশাল জেলা প্রশাসকের স্মারক নং (১০) এর মাধ্যমে জানা গেছে, ঘুর্নি ঝড় রোয়ানোর আঘাতে ক্ষতিগ্রস্ত আগৈলঝাড়ার ৮০৯টি পরিবারের জন্য ১৬.১৮০ মে.টন চাল উপ বরাদ্দ প্রদনি করা হয়েছে। ৩০ জুন উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ স্বাক্ষরিত ছাড় করা বরাদ্দ অনুযায়ি প্রতি পরিবারের জন্য ২০ কেজি হারে উপজেলার ৫টি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন পরিদর্শনকারী কর্মকর্তার উপস্থিতিতে বরাদ্দের এ চাল বিতরণের কথা রয়েছে।

ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে রাজিহার ইউনিয়নে ১৭২ পরিবার, বাকাল ইউনিয়নে ১৪০ পরিবার, বাগধা ইউনিয়নে ১৬৪ পরিবার, গৈলা ইউনিয়নে ১৭৫ পরিবার ও রত্নপুর ইউনিয়নে ১৫৮ পরিবার। বরাদ্দকৃত চাল ঈদুল ফিতরের আগেই বিতরণের কথা রয়েছে।

(টিবি/এএস/জুলাই ০২, ২০১৬)