মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রাম থেকে অপহৃত ভুষিমাল ব্যবসায়ী ইউনুস আলীকে অপহরণের ১০ঘন্টা পর তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত করেছে তার পরিবার।

শনিবার ভোরে তাদের দুজন প্রতিবেশী পাশের গ্রামের একটি মাঠে সন্ত্রাসীদের হাতে মুক্তিপণের টাকা তুলে দিলে তারা ইউনুস আলীকে মুক্তি দেয়।

অপহরণ কারীর ভাই জাহিদ হোসেন ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে৮টার দিকে ইউনুস আলীকে ১০/১৫ জনের একটি দল অপহরণের পর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে টাকা দিতে দেরী করায় তারা ইউনুস আলীর উপর শারীরিক নির্যাতন চালায়। পরে তিন লাখ টাকা মুক্তিপণে ইউনুস আলীকে উদ্ধার করে পরিবার।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান খবর পেয়ে উদ্ধারের জন্য অভিযান চালায় মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মুক্তিপণের বিষয়টি জানে না বলে জানান তিনি।

(এমআইএম/এস/জুলাই০২,২০১৬)