কালো রাত

(১ জুলাই ২০১৬ স্মরণে )

পিতাকে কি কেবল পুত্র শোক বহন করতে হবে ?
পিতা জেনে গেছেন ,তরুন পুত্র তার—
বৃদ্ধাঙ্গুলী উঁচিয়ে অস্বীকার করে জন্ম ঋণ ।
সেই সত্য হলো !
তার কাঁধে চাপানো ছিল না চিন্তার দায় ,
পিতা আকাঙ্ক্ষার স্বাধীনতা দিয়েছিল পুত্রের হাতে,
পুত্র স্বচ্ছতার বাতিটি নিভিয়ে দিয়ে
দুচোখে ঢাকে অন্ধকার
সত্যি বলছি,
এমন পুত্র শোকে চোখ পাথর হয়ে যায়,
লজ্জাবনত ক্ষমাহীন অপরাধে,
পিতাগণ ভেবেছেন,
পুত্র প্রকৃতির সন্তান —
আর নিজেরা মুক্ত অভিভাবক ,
কেউ বোঝেনি পুত্রদের চোখ ঢেকেছে অতীত আশ্রয় ,
কেউ দেখেনি হাতড়াচ্ছে পথ
কেউ দেখায়নি আলো
তারা হত্যার ভেতর খুজে চলে পুরষ্কারের পথ !
পিতাগণ কখনো বলেছিল কি ?
একজন খুনী খুন করে মানবতা ।



একটি পুরুষবাদী কবিতা


কাঁদাবে যদি ভালবেসে কাঁদাও
ঝর্নার চোখে দেখে নেবো
বিরক্তকর প্রহর থেকে মুক্তি দাও
অকিঞ্চিৎকর অভিযোগে
কত কত দাড় করাবে কাঠগড়ায়

নারীদের বৈষম্য হাহাকার পাশে
হৃদয়বান পুরুষেরা নির্দয় নয়
ঋতুমতী বিলাপের পাশে
পুরুষের দীর্ঘশ্বাস একই সমান্তরাল

কাহাদের চিল চিৎকারে যেন মগ্নতা ভেঙে যায়


(ওএস/এস/জুলাই০৩,২০১৬)