বান্দরবান প্রতিনিধি :বান্দরবানের ৭ উপজেলায় ভিজিএফ চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসুচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার দিনব্যাপী সদর উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরসভার দুস্থদের মাঝে এই চাল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দীলিপ কুমার বনিক, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর, সদর ইউপি চেয়ারম্যান সাচপ্রু (সাবু), সুয়ালক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাংলাই ¤্রােসহ রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাজবিলা ইউনিয়নে চাল বিতরণ করতে গিয়ে বীর বাহাদুর এমপি বলেন, সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবর্তনে কাজ করে যাচ্ছে। খেটে খাওয়া মানুষের জন্য চালসহ নানা ধরনের ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে। তিনি বলেন, দারিদ্রতা মুক্ত করতে পারলে বাংলাদেশ উন্নত হবে। সেই সাথে দেশকে উন্নত শিখরে নিয়ে যেতে হলে দারিদ্রতা দুর করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুল করতে হবে। ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠি জঙ্গীবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে জঙ্গীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই জঙ্গী নির্মুলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি পাহাড়ে সন্ত্রাস ও চাদাঁবাজ বন্ধে সকল জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর জানান, বান্দরবান ৭ উপজেলা ও ২ পৌরসভায় ৫৬৯৭০ পরিবারকে মোট ১ হাজার ১৩৯.৪ মেঃটন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হয়েছে। তারমধ্যে শনিবার দিনব্যাপী বান্দরবান সদর উপজেলায় ও পৌরসভায় ৫৯০০ পরিবারের জন্য ২১০.৪২ মেঃটন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও পর্যায়ক্রমে থানছি উপজেলায় ৫ হাজার পরিবার, রুমা উপজেলায় ৬১১২ পরিবার, রোয়াংছড়ি উপজেলায় ৫৭১৮ পরিবার, আলীকদম উপজেলায় ১০১৪২ পরিবার, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১৬৪৮ পরিবার, লামা উপজেলায় ৬২৮৯ এবং পৌরসভায় ১৫৪০ পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।


(এএফবি/এস/জুলাই০৩,২০১৬)