মাগুরা প্রতিনিধি :মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর কালিপ্রশন্ন  মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে  রোববার  বিকালে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৈদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনজিৎ কুমার বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার এহসান উল্লাহ। আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মাগুরা সদর থানার ওসি আজমল হুদা, গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পার্থ সারথী বিশ্বাস প্রমুখ।

সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ধর্মীয় নেতা, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, সমাজসেবক বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
সন্ত্রাস বিরোধী এ মতবিমিয় সভার আগে পুলিশ সুপার এলাকার কয়েকটি মন্দির পরিদর্শন করে পুরোহিতদের সাথে কথা বলেন।

পুলিশ সুপার জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতাদের সহায়তায় জেলা পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে সকল মন্দিরে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত বাতি (আলো) স্থাপনের কাজ সম্পন্ন করবে।





(ডিসি/এস/জুলাই০৩,২০১৬)