বরিশাল প্রতিনিধি : মুসলমান ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব ঈদ-উল ফিতর উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে নগরীসহ জেলার দশ উপজেলার সহস্রাধীক ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই এখানে একসাথে প্রায় দশ হাজার মুসুল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিসি। এখানে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বর্তমান ও সাবেক সাংসদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবেন। নগরীর বাহিরে জেলায় বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরগাহ শরীফ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে। এছাড়া জেলার দশ উপজেলার সহস্রাধীক ঈদগাহ ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। তবে ঈদের দিন বৃষ্টি হলে জেলার অধিকাংশ ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে পারবেন না মুসুল্লীরা। সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাতের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট আয়োজক কমিটি।

(টিবি/পি/জুলাই ০৪, ২০১৬)