রাজশাহী প্রতিনিধি : এবার চার দফা দাবি আদায়ে সরকারকে পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েছে রাজশাহী নছিমন-করিমন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক জনপথ অধিদপ্তর এবং যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে রাজশাহী জেলা নসিমন-করিমন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আকবর আলী জানান, চার দফা দাবিতে সরকারকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের জন্য রাস্তায় নামবেন তারা।

চার দফা দাবিতে উল্লেখ করা হয়, নসিমন-করিমনকে স্বীকৃতি দিয়ে গাড়ি ও চালককে লাইসেন্স দিতে হবে, মহাসড়কে চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারকে আইনি উদ্যোগ নিতে হবে, রাস্তাঘাটে হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে এবং এ সব যানের উন্নয়নে জাতীয় নীতি প্রণয়ন করতে হবে।

প্রসঙ্গত, এর আগে ছয় দফা দাবিতে বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ রাজশাহী বিভাগে গত ২৫ মে থেকে ধর্মঘট শুরু করে। পরে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৭ মে ১০ দিনের জন্য ধর্মঘট স্থগিত করেন পরিবহণ নেতারা।

(ওএস/এস/জুন ০৮, ২০১৪)