বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ফারুক সরদার নামে (৪২) একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক উপজেলার পূর্ব সুলতানি গ্রামের মৃত তোফায়েল সরদারের ছেলে এবং উলানিয়ার ইউপি চেয়ারম্যান ও গৌবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন সরদারের ভাইয়ের ছেলে। সংঘর্ষে আলতাফ সরদারের অনুসারী মহসিন, বশির, রুবেল, কায়ছর ও হাসিব আহত হয়েছেন।

দুপুরে পানিবাড়িয়া এলাকায় মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উলানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মোল্লার নেতৃত্বে এ হামলা চালানো হলে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, আলতাফ হোসেন সরদারের সঙ্গে জামাল মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপুরে উপজেলা সদরের ডাকবাংলোতে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের সঙ্গে আলতাল হোসেন তার অনুসারীদের নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে পানবাড়িয়া জামাল মোল্লার বাড়ি অতিক্রমকালে পূর্বে থেকে ওৎ থেকে থাকা জামালের ক্যাডার বাহিনী বহরের পিছনের ৫টি মোটরসাইকেলের উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে দুগ্রুপের মধ্যে। এ সময় জামাল মোল্লার নেতৃত্ব তার ক্যাডার বাহিনী ফারুক সরদারকে মারধর ও পদদলিত করে। আশঙ্কাজনক অবস্থায় ফারুককে স্পিডবোটযোগে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মেহেন্দীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল কুমার দে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জামাল মোল্লার বাড়িতে পাল্টা হামলার আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে। নিহত ফারুক সরদারের স্বজনরা মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে বলে জানান, ওসি।

(ওএস/পি/জুলাই ০৭, ২০১৬)