আন্তর্জাতিক ডেস্ক : তিন মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান বিমানের সন্ধানদাতাকে পুরস্কৃত করতে অন্তত ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার এই উদ্যোগ নিয়েছেন ফ্লাইট এমএইচ৩৭০-এর আরোহীদের স্বজনরা।

আন্তর্জাতিক ব্যাপক চেষ্টা সত্ত্বেও বিমানটির কোনো খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিমান আরোহীদের স্বজনেরা মনে করছেন, কর্তৃপক্ষ বিমান নিখোঁজ হওয়া-সম্পর্কিত তথ্য গোপন করছেন। আর এ কারণেই ‘রিওয়ার্ড এমএইচ৩৭০’ নামের উদ্যোগটি গ্রহণ করেছেন তারা।

এর মধ্যে ৩০ লাখ ডলার দেয়া হবে গুরুত্বপূর্ণ তথ্যদাতাকে। আর ২০ লাখ ডলার দেয়া হবে তথ্য অনুযায়ী অনুসন্ধান কাজ পরিচালনার জন্য।

উল্লেখ্য, গত ৮ মার্চ ভোর রাতে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের অনুসন্ধান কার্যক্রম এখন মূলত দক্ষিণ ভারত মহাসাগরেই সীমাবদ্ধ রয়েছে।

(ওএস/এটিঅার/জুন ০৮, ২০১৪)